ADMISSION 2021-2022
এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে মার্কস মেডিকেল কলেজে (১১ তম ব্যাচ) ১ম বর্ষ এমবিবিএস কোর্সে সরকারী বিধি মোতাবেক ভর্তির জন্য আবেদন আহবান করা যাচ্ছে।
মার্কস মেডিকেল কলেজের অনুকূলে ডাচ-বাংলা ব্যাংক লিঃ এর যেকোন শাখা থেকে মিরপুর-১০ শাখা হিসাব নং ১৬৪১ ১০০০ ২৫১০২ এ অনলাইনে ১০০০/- টাকা (অনলাইন চার্জ আলাদা ভাবে) জমা দিয়ে উক্ত জমা স্লিপের নাম্বার সহ ফরম পূরণ করে সাবমিট করা যাবে।
অথবা ভর্তির আবেদনপত্র সরাসরি কলেজ অফিস থেকে (অফেরতযোগ্য) নগদ ১০০০/-টাকার বিনিময়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগ্রহ করা ও জমা দেয়া যাবে। অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রী ৫% এবং মুক্তিযোদ্ধা কোটায় ২% আসনসহ সকল কোটা সংরক্ষিত থাকবে। এমবিবিএস ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্রাদি জমা দিতে হবে :
আবেদন পত্রে যে সমস্ত তথ্য ও সনদপত্রের উল্লেখ আছে তার মূল কপি ভর্তির সময় অবশ্যই প্রদান করতে হবে।
১. অনলাইনের আবেদন পত্রের স্টুডেন্ট কপি।
২. অনলাইনে ডাউনলোডকৃত এডমিট কার্ড।
৩. এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি।৪. এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্র/টেষ্টিমনিয়াল এর মূল কপি।
৫. নাগরিকত্ব প্রমাানের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্রের মূল কপি।৬. পাঁচ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৭. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদও মূল সনদপত্র।
৮. সংরক্ষিত ২% মুক্তিযোদ্ধা কোটায় ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনে স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠনের পর থেকে মাননীয় মন্ত্রী/প্রতি-মন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদ। (মুক্তিযোদ্ধা কোটার দাবিদার সন্তানদের সন্তান এর ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি বিধান অনুসরণ করা হবে)।
৯. “ও” লেভেল এবং “এ” লেভেল/সমমানের মার্কসীট স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক Equivalence Certificate এর মাধ্যমে স্বীকৃত হবে হবে।
আবেদন পত্র বিতরণ শুরুর তারিখঃ ০৫/০৬/২০২১ইং আবেদন পত্র জমা নেওয়ার শেষ তারিখঃ ১৫/০৬/২০২১ইং ভর্তির জন্য তথ্য:ফোন: ৪৮০৩৯৯০৬, ৪৮০৩৯৯০৭, ৯০০৩৪৭৫, ৯৮৩৪০৩৪, ২২২২৭০৫৪৬মোবাইল: ০১৮৪১১০১০০৩,০১৮৩৩১০১০০৪,০৯৬১১৭৭২২৩৩Web: www.marksmedicalcollege.edu.bd,ফর্ম সংগ্রহের জন্য যোগাযোগ করুন – – facebook.com/marksbd, marksgroupit@gmail.com
এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে মার্কস মেডিকেল কলেজে (১১ তম ব্যাচ) ১ম বর্ষ এমবিবিএস কোর্সে সরকারী বিধি মোতাবেক ভর্তির জন্য আবেদন আহবান করা যাচ্ছে।
Download
DOWNLOAD MARKS MEDICAL COLLEGE BROCHURE
Click button to Download